চলচ্চিত্রে আলমগীরের ৫০ বছর পূর্ণ
অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ করলেন ঢাকাই সিনেমার নন্দিত নায়ক আলমগীর। আজকের এ দিনে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। মাত্র ২২ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তারপর কেটে গেছে লম্বা সময়। দীর্ঘ এই সময়ে বাংলা সিনেমার হাত ধরে পথ চলতে চলতে আলমগীর হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের এক মহীরুহ। নায়ক আলমগীর জানিয়েছেন, তার মুঠোফোনের ওয়ালপেপারে সবসময়ই তিনি প্রথম সিনেমা ‘আমার জন্মভূমি’র স্থিরচিত্র রেখে দেন। তিনি বলেন, আমি সিনেমা খাই, সিনেমা পান করি, সিনেমায় ঘুমাই, সিনেমাই আমার সব। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আজীবন সম্মাননা পদক পাবার রেকর্ড আলমগীরেরই রয়েছে। ১৯৮৫ সালে প্রথম ‘মা ও ছেলে’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯২ টানা ৪ বছর শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নতুন এক রেকর্ড গড়েছিলেন তিনি।