চবিতে ফজলুল কাদের চৌধুরীর নামে হল নির্মাণ হচ্ছে না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে কোনো হল নির্মাণের সিদ্ধান্ত সিন্ডিকেটে হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম বলেন, চবির সিন্ডিকেট সভায় ফজলুল কাদের চৌধুরীর নামে কোনো হল নির্মাণের সিদ্ধান্ত হয়নি। বরং হলের নাম পরিবর্তনের জন্য যে কমিটি করে দেওয়া হয়েছিলো, সেখান থেকে চবির পরিত্যক্ত শামসুন্নাহার হলের নাম পরিবর্তন করে ফজলুল কাদের চৌধুরী করার একটি প্রস্তাব এসেছিল। কিন্তু সে প্রস্তাব গৃহীত হয়নি। বাতিল হয়েছে। চবিতে ফজলুল কাদের চৌধুরীর নামে কোনো হল নির্মাণ হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ফজলুল কাদের চৌধুরীর নামে হল নির্মাণের একটা প্রস্তাব আসছিল। কিন্তু ওনার নামে হল নির্মাণের কোনো সিদ্ধান্ত সিন্ডিকেটে হয়নি।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় শেখ পরিবারের সদস্যদের নামসহ ৬টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘শহীদ ফরহাদ হোসেন হল’, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম হয়েছে ‘শহীদ হৃদয় তরুয়া ভবন’, জননেত্রী শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘নবাব ফয়জুন্নেছা হল’, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম ‘জুলাই বিপ্লব উদ্যান’ এবং শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’।

You might also like

Leave A Reply

Your email address will not be published.