চট্টগ্রামে বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের লোহাগড়ায় বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষের পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। সকাল ৭টা ৩৫ মিনিটে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।
তবে প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।