মইজ্জারটেক হাটে উট, দাম হাঁকা হচ্ছে ৩০-৩৫ লাখ

আগামী ৭ জুন দেশে পালিত হবে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের অন্যান্য পশুর হাটের মতো জমে উঠেছে কর্ণফুলীর মইজ্জারটেক গরুবাজারও। মইজ্জারটেক সিডিএ আবাসিক মাঠে কোরবানির পশু বেচাকেনায় এবার যুক্ত হয়েছে মরুর জাহাজ—উট।

গত ২৯ মে (বৃহস্পতিবার) ভোরে সীমান্তবর্তী জেলা যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী গ্রামের নাসির হোসেনের খামার থেকে বিক্রয়ের উদ্দেশ্য কর্ণফুলীর মইজ্জারটেক পশুর হাটে তিনটি উট নিয়ে আসা হয়।

ছোট-বড় সব বয়সী উৎসুক জনতার ভিড় জমিয়েছে উট দেখতে। কেউ উটের পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন কেউবা আবার করছেন ভিডিও।

গরু বাজারে উটগুলো দেখাশোনা করছেন মন্টু নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক বছর এই বাজারে গরু নিয়ে আসি।

বিক্রিও ভালো হয়। নিরাপত্তা থাকায় এবারের গরুর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নিয়ে আসলাম মরুর জাহাজ খ্যাত তিনটি উট। প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে ৩০-৩৫ লাখ টাকা।’

দেখতে আসা আব্দুল কাদের নামের এক দর্শনার্থী বলেন, ‘উট এমনে টিভিতে দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। মইজ্জ্যারটেক গরু বাজারে উট আনায় বাজারের আকর্ষণ বেড়েছে।’

জানতে চাইলে বাজারের ইজারাদার জসিম উদ্দিন জুয়েল বলেন, ‘আমাদের এ মইজ্জ্যারটেক বাজারটি বিখ্যাত একটি গরু বাজার। প্রতিবছর গরু কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন, এবারের বাজারের নতুন করে বিশেষ আকর্ষণ উট নিয়ে আসা হয়েছে। আমাদের লক্ষ্য এ কোরবানির সব ধরনের পশু রাখা। যাতে ক্রেতারা এখানে এসে গরু, ছাগল, উটের পাশাপাশি দুম্বা পেতে পারে।’

-চট্টগ্রাম ব্যুরো

You might also like

Comments are closed.