চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই দুজনসহ চট্টগ্রামে এখন পর্যন্ত ১২ জন মারা গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৯ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪৫ জন।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন হলেন রাঙামাটি জেলার দুখী চাকমা (৪৯) নামে এক ব্যক্তি এবং চট্টগ্রাম নগরের সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮) নামে এক নারী।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, দুখী চাকমা ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাহসিন আজমী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রবিবার সকালে নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে একজন, এপ্রিলে একজন, জুলাইয়ে ৮ জন এবং চলতি মাসের প্রথম তিন দিনে ২ জনের মৃত্যু হয়।

এরমধ্যে ৮ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশু। ডেঙ্গু মোট আক্রান্ত ৯৪৫ জনের মধ্যে পুরুষ ৫১২ জন, নারী ২৭৬ জন ও শিশু ১৫৭।

You might also like

Comments are closed.