চঞ্চলকে শুভকামনা জানালেন অমিতাভ!

প্রয়াত নন্দিত পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। মহাসড়কের মধ্যে কাত আধা হয়ে শুয়ে বসে আছেন অভিনেতা।

আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, সব শুভকামনা। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

উল্লেখ্য, এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার মনামী ঘোষ।

You might also like

Comments are closed.