ঘোষণা ছাড়াই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম
বাজারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও হঠাৎ করেই বেড়ে গেছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন থেকে চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলে লিটারপ্রতি মূল্য বেড়েছে প্রায় পাঁচ টাকা।
আরও পড়ুন
রাজধানীর মহাখালী, তেজগাঁও কলোনি ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭০ থেকে ১৭২ টাকায় এবং সুপার পাম অয়েল ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ চার দিন আগেও সয়াবিন বিক্রি হতো ১৬৯ টাকায় এবং পাম অয়েল ১৫০ টাকায়।
খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি দামে বাড়তি চাপ পড়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কয়েকজন ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩৪ হাজার ৪০০ টাকা, যা আগে ছিল ৩২ হাজার টাকা। একইভাবে, সুপার পাম অয়েলের ড্রাম প্রতি দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকায়।
তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন ‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ সম্প্রতি খোলা ও বোতলজাত তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয় মাত্র এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানালেও এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে অপরিবর্তিত থাকলেও পাইকারিতে বেড়েছে। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের মালিক মো. নাঈম জানান, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টনের (২০ লিটার) দাম ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ আগস্ট থেকে সরকার নির্ধারিত দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, পাঁচ লিটার বোতলে ৯২২ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকায় বিক্রির কথা রয়েছে।

Comments are closed.