গ্রামে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখা উচিৎ : আরশ খান
অভিনেতা আরশ খান গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের বেশকিছু নাটক উপহার দিয়েছেন। অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন এই অভিনেতা। আন্দোলনে জয়লাভের পর ছাত্র-ছাত্রীদের সঙ্গে গ্রাফিতি অঙ্কনের কাজে অংশ নিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব অভিনেতা। সাম্প্রতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন।
এবার গ্রাম-অঞ্চলে চিকিৎসার ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরলেন অভিনেতা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, আমাদের গ্রাম অঞ্চলে কৃষক ভাই-বোন ও তাদের বাচ্চারা দিনের বড় একটা সময় মাঠে-ঘাটে অবস্থান করেন।


Comments are closed.