গ্রামীণফোনের চাকরিচ্যুতদের জলকামানে ছত্রভঙ্গ করল পুলিশ

অন্দোলনরত গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের ওপর জলকামানের পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে নারীসহ কয়েকজনকে তুলে নিয়ে যেতে দেখা যায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে ‘চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’- এর ব্যানারে জিপি হাউসের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবি এবং শ্রমিক স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে পুলিশ জলকামান চালিয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’

এক মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউসের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুত কর্মীরা ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবে না রে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তারা বলেন, ‘গ্রামীণফোন একটি দানব প্রতিষ্ঠান। কোনো নোটিশ ছাড়াই ই-মেইলের মাধ্যমে কর্মীদের এক দিনের মধ্যে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির মুনাফার ৫ শতাংশ পাওয়ার ন্যায্য অধিকার আমাদের। আমরা এই অন্যায়ের বিচার চাই।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.