গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ এক পরিবারের ৩ জন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২) স্ত্রী বিউটি (২৮) ও সন্তান তোহা (৫)।

জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি মাগুরা জেলায়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি।

রবিবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রতিবেশী হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। তাতে তিনজনই দগ্ধ হয়। শিশুটিই বেশি দগ্ধ হয়েছে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.