গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন—স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সূত্রাপুরের কাগজি টোলার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন—রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) এবং তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, ভোরে সূত্রাপুর এলাকা থেকে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ এবং শিশু আয়েশার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধের হার বেশি হওয়ায় প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। জরুরি চিকিৎসা শেষে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। গতরাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবাই দগ্ধ হয়। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে।

Comments are closed.