গেইলকে ছাড়িয়ে পাওয়েলের নতুন মাইলফলক

ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন রেকর্ড গড়েছেন রোভম্যান পাওয়েল। তিনি মেরুন জার্সিধারীদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

রবিবার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। এতেই গেইলকে ছাড়িয়ে ক্যারিবীয় ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

সিরিজের আগের তিন ম্যাচে পাওয়েলের স্কোর ছিল মাত্র ১, ১২ ও ৯। তবে এই ইনিংসে দুইটি চার ও দুইটি ছক্কায় নিজস্ব স্টাইলে পাওয়ার-হিটিংয়ের ঝলক দেখান তিনি।

৯৯ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়েলের রান এখন ১৯২৫। আর ৭৯ টি-টোয়েন্টিতে গেইলের রান ছিল ১৮৯৯। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা নিকোলাস পুরান ১০৬ ম্যাচে করেছেন ২২৭৫ রান। পাওয়েল এখন তার চেয়ে প্রায় ৩০০ রান পিছিয়ে আছেন।

You might also like

Comments are closed.