গৃহবন্দি হলেন সুদানের প্রধানমন্ত্রী!

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করা রাখা হয়েছে। আল হাদাথ টিভির দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার একটি সামরিক দল প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি ঘিরে ফেলে।

সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। তবে এ ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা কর্মীরা।

সুদানের প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাসহ মোট উচ্চ পদস্থ তিনজন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়৷ তার অপসারণের পর একটি রাজনৈতিক রূপান্তর হয়েছিল যার মাধ্যমে ২০২৩ সালের শেষ নাগাদ একটি নির্বাচনের আশা করা হচ্ছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.