গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মোসা:মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে ও তার স্বামী জাহিদ প্যাদা আপন চাচাতো ভাই বোন।

এদিকে নিখোজের দুই দিন পর কুয়াকাটার একটি পরিত্যক্ত বাড়ির গাছের ঝোপ থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শেষ বিকালে পৌর শহরের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। মৃত সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে।

মহিপুর থানার ওসি মো.মাহমুদ হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-পটুয়াখালী প্রতিনিধি

You might also like

Comments are closed.