গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় মোছা. পারুল আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোছা. পারুল আক্তার (৩৮)খানসামার আলোকঝাড়ি ইউপির বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এরআগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।তবে পরিবারের সদস্যদের তৎপরতায় সে সময় তিনি বেচে যান। রবিবার ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মরদেহ নামিয়ে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

-দিনাজপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.