গুলশানে স্কিন কেয়ার সেন্টার বিউটি প্যালেসের উদ্বোধন

বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে স্কিন কেয়ার সেন্টার বিউটি প্যালেসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিজামুল হক ভুুইয়া, পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক, আরিফা রহমান রুমা ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

এছাড়া উপস্থিত ছিলেন, দ্য বিউটি প্যালেসের চেয়ারম্যান- গাঁও জিয়ে, ব্যবস্থাপনা পরিচালক, মনিরা সিদ্দিকি। বিউটি প্যালেসে, মহিলাদের ত্বকসহ রুপ সৌন্দর্যের নানা সু-ব্যবস্থা রয়েছে। বিউটি প্যালেসের ঠিকানা হল, স্টার সেন্টার, রোড নম্বর-১৩৮, ব্লক, এসই(সি), প্লট- ২, লেভেল, ৪,গুলশান এভিনিউ, গুলশান-১।

You might also like

Comments are closed.