গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক জাপানির মৃত্যু

চীনের সাংহাই’য়ে আটক এক জাপানি নাগরিককে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য চীনের প্রতি জোরালো আবেদন জানিয়েছে জাপান। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসে সাংহাই’য়ের জাপানি কনস্যুলেট জেনারেলকে চীন অবহিত করেছিল যে ওই দেশের আইন লঙ্ঘনের অভিযোগে ওই জাপানি পুরুষকে দেশটি আটক করেছে।

আটক ওই ব্যক্তির স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোন বিজ্ঞপ্তি আসেনি। তবে কনস্যুলেট জেনারেল তার সাথে বৈঠকের অনুরোধ জানিয়েছে বলে মাৎসুনো উল্লেখ করে বলেন, বিভিন্ন পর্যায়ে এবং অনেক ধরনের সুযোগের মধ্যে দিয়ে অবিলম্বে তার মুক্তির চেষ্টা করছে সরকার।

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়- সরকার যতটা সম্ভব সাহায্য করবে এমন আশ্বাস দিয়ে মাৎসুনো এটাও নিশ্চিত করেছেন যে, ২০১৫ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেইজিংয়ে আটক হওয়ার পর ১২ বছরের সাজা কাটানো আরেক ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তিনি বলেন, চীনা কর্তৃপক্ষ বেইজিংয়ের জাপানি দূতাবাসকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ অবহিত করে যে, রাজধানীতে এক হাসপাতালে স্থানান্তরের পর ওই ব্যক্তি মারা যান।

মাৎসুনো বলেন, তার অসুস্থতার কারণে মানবিকতার কারণ দেখিয়ে তাকে জাপানে ফেরত পাঠানোর জন্য সরকার বারংবার চীনের প্রতি অনুরোধ জানিয়েছিল।
দেশে ফেরত না পাঠিয়ে তার এই মৃত্যু গভীরভাবে দু:খজনক এবং জাপান সরকার চীনের কাছে এ নিয়ে একটি প্রতিবাদলিপি দাখিল করেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.