গুগল ম্যাপ দেখে চালাচ্ছিলেন গাড়ি, প্রাণ গেল তিনজনের
গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মাণ সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক। মাঝপথে সেতু শেষ। গাড়ি উল্টে পড়ল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক-সহ তিনজন। খবর আজকালের।
আজকাল জানিয়েছে, চালক ছাড়া বাকি যে দু’জন গাড়িতে ছিলেন তাদের নাম বিবেক আর অমিত। তারা শনিবার (৮ মার্চ) গুরুগ্রাম থেকে রওনা দিয়েছিলেন বিয়েবাড়ির উদ্দেশ্য। বরেলি যাওয়ার পথ কারও জানা না থাকায় তারা শরণাপন্ন হয়েছিলেন গুগল ম্যাপের। সেই দেখেই এগোচ্ছিল গাড়ি। পথে পড়ে রামগঙ্গা নদী। এই নদীর উপরে রয়েছে সেতু। সেই সেতু গত বর্ষায় কিছুটা ভেঙে পড়েছিল। সেটা আর গুগলে আপডেট ছিল না। চালক গাড়ি নিয়ে ব্রিজের ওপর চলতে শুরু করেন। এরপর সেতু যেখানে শেষ হয়েছে সেখান থেকে গাড়িটি আগে যাওয়ার পথ না পেয়ে উল্টে যায় গঙ্গায়।
রবিবার( ৯মার্চ) সকালে দেখা যায়, গাড়ি নদীতে আংশিক ডুবে রয়েছে। নদী থেকে সেতুর উচ্চতা ৫০ ফুট। নদীতে বেশি জল ছিল না। উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হয়ে গাড়ি ভেতরে থাকা ব্যক্তিদের। স্থানীয়েরাই খবর দেন পুলিশে। পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অসাবধানতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। বেশ কিছুদিন আগে সেতু ভেঙে পড়লেও সেতুর শুরুতে কোনো সাবধানতা বোর্ড বসানো হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়িটি ভাড়া করে বিয়ে বাড়ি যাচ্ছিলেন দু’জন যুবক। বাকি দু’জনের সন্ধান মিললেও ট্যাকসিচালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুলিশ।