গাড়ির বাজারেও ঈদের আমেজ, নানা অফার

ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারেও। ক্রেতা টানতে কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্যছাড়সহ বিভিন্ন অফার। আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারেই ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শো-রুমে।

রাজধানীর গাড়ির শো-রুমগুলো সরজমিনে ঘুরে দেখা যায়, কেনার আগে নানাভাবে ক্রেতারা দেখে নিচ্ছেন পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শো-রুম ঘুরে।

বাজার তথ্য, গত দুই বছর ধরেই নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা। কারণ, ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ।

গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্যছাড়। যা আকৃষ্ট করছে ক্রেতাদের। তারা বলছেন, ঈদ উপলক্ষে অনেক কোম্পানিই দামে ছাড় দিচ্ছেন। এতে দাম কিছুটা কম পড়ছে অন্যান্য সময়ের তুলনায়। নতুন গাড়িতে ঈদে আত্মীয়-পরিজন নিয়ে ঈদ আনন্দ আলাদাভাবে উদ্‌যাপন করা যাবে।

কোন কোন কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে অনেকেই গাড়ি কিনছেন। এদের অধিকাংশই কিনছেন নতুন গাড়ি। তাদের আকৃষ্টে নানারকম ছাড় দেয়া হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভি’র দিকে ক্রেতাদের নজর বেশি। যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে সেভেন সিটার ও পরিবেশবান্ধব ইভি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.