গাড়িতে বসে করোনার টিকা নিলেন হেফাজত আমির বাবুনগরী

হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী করোনা টিকা নিয়েছেন। আজ রবিবার (৮ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে তিনি টিকাগ্রহণ করেন।

টিকা গ্রহণের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. ইমতিয়াজ হোসাইন উপস্থিত ছিলেন। এর আগে তিনি মাদরাসা থেকে বের হন। এসময় তার সঙ্গে ছিলেন মাদরাসার কয়েকজন ছাত্র।

টিকা নেওয়ার সময় তিনি বলেন, মহামারির এই কঠিন সঙ্কটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

You might also like

Comments are closed.