গাজীপুর সিটি করপোরেশনে ২১ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাসউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

বাজেটে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ শতাংশ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তার ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এ জন্য জনগণসহ সবার সহযোগিতা চাইছি।

বাজেট অনুষ্ঠানে সব ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.