গাজীপুরে সড়ক অবরোধ, ১২ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের আলেমা নিটওয়ার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক আছে। আমরা প্রতি মাসে ঠিকমতো বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। আবার কারখানার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, আজ সকালে আলেমা নিটওয়ার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, সকাল দশটার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে কারখানার শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে তারা ইটপাটকেল ছোড়ে। এ কারণে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে আলেমা নিটওয়ার কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.