গাজীপুরে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

শিল্প পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর ও চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন।

একই দাবিতে মঙ্গলবারও ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়ায় আজ আবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.