গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, টিয়ার গ্যাস নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে তারা।
এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিলো ১০ অক্টোবর। পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করে। কিন্তু আজকেও তারা বেতন পান কথা রাখেনি তারা।

Comments are closed.