গাজীপুরে এবার মিললো ব্যাগভর্তি খ*ন্ডিত ম*রদেহ

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তিনটি ব্যাগভর্তি খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষের মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখে স্থানীয়দের ডাক দেয়। সেগুলো খুলে ভেতরে মরদেহের খন্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে ঘটনাস্থলে গিয়ে তিনটি পৃথক ব্যাগে মরদেহের টুকরো উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২-৩ দিন আগে হত্যার পর মরদেহটি কয়েক টুকরো করে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।

You might also like

Comments are closed.