গাজীপুরে আগুন, তালাবদ্ধ ঘরে পুড়ে মৃত্যু শিশুর

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মিরাজ নামে (০৭) এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত মিরাজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। মিরাজ বাবা-মায়ের সঙ্গে টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকতো। তার বাবা খোরশেদ পেশায় রিকশাচালক।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে গেলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ওই বসতবাড়ির সাতটি কক্ষ পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like

Comments are closed.