গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ধীরে ধীরে মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (১২ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে। সবাই একসঙ্গে উল্লাস করছে। এই প্রক্রিয়ার অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

গত শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের  মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আজ সোমবার (১৩ অক্টোবর) ইতোমধ্যে ৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

মুক্ত হওয়া সাতজন ইসরায়েলি হলেন গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-ডালাল।

বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ।

সূত্র: সিএনএন নিউজ।

You might also like

Comments are closed.