গাজা যুদ্ধে নতুন ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ইসরায়েলের সঙ্গে দীর্ঘ ১৫ মাস লড়াইয়ে ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে শনিবার (২৫ জানুয়ারি) ইসরেয়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাস প্রায় ২০ হাজার যোদ্ধা হারিয়েছে, এ কারণে নতুন করে আরো ১৫ হাজার যোদ্ধাকে হামাস সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন সদস্যদের তালিকাভুক্ত করার কথা হামাস স্বীকার করেছে, তবে নিয়োগপ্রাপ্তদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ হাজার থেকে ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের নজিরবিহিন হামলা চালায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকে টানা ১৫ মাস ধরে গাজায় রীতিমতো গণহত্যা চালায় ইসরায়েল।গত ১৯ জানুয়ারি থেকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়।

বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলিতে মার্কিন গোয়েন্দা সংস্থাহামাসের এসব বিষয় গোপন নথিতে লিপিবদ্ধ করে যায়। এতে বলা হয়েছে, হামাস সফলভাবে নতুন সদস্যদের নিয়োগ করেছে- এদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।

সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি তার সর্বশেষ ইসরায়েল সফরে বলেছেন, প্রতিবারই ইসরায়েল তার সামরিক অভিযান শেষ করে এবং পিছু হঠে, হামাস যোদ্ধারা পুনরায় সংগঠিত হয় এবং পুনরায় আত্মপ্রকাশ করে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.