গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, প্রাণহানি ৫৩ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়ে আরও ৮১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে গত প্রায় ১৮ মাসে গাজায় ইসরায়েলের বর্বরতার শিকার হয়ে প্রায় ৫৩ হাজার নিরপরাধ ফিলিস্তিনি তাদের প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বুধবার (১৪ মে) সকালে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত ৫২ হাজার ৯৮৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন।

You might also like

Comments are closed.