গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে অন্তত আরও ৯৩ জন নিহতসহ একই সময়ে আহত হয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি। এতে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫৪ হাজারে।

বৃহস্পতিবার (২২ মে) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে জানা গেছে, বুধবার (২১ মে) ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে । শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮২ জন, আহত হয়েছেন আরও ২৬২ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৫০ জনে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

এক রাস্তায় যুক্ত হচ্ছে পাকিস্তান-চীন-আফগানিস্তান, ভারতের আপত্তিএক রাস্তায় যুক্ত হচ্ছে পাকিস্তান-চীন-আফগানিস্তান, ভারতের আপত্তি
এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

– আল জাজিরা ও আনাদোলু

You might also like

Comments are closed.