গাজায় ইস/রায়েলি হামলায় নিহত হয়েছেন শিশুসহ তিন ফিলিস্তিনি
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল। সোমবার দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শিশুসহ তিন ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে আইডিএফ এর দাবী, ইয়োলো লাইন অতিক্রম করায় এ হামলা করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ১২৫ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে গাজার বাসিন্দারা।
তাদের দাবি, ভবনগুলিতে গ্রেনেড ফেলার জন্য কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে চলেছে তেল আবিব। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় আড়াইশ ফিলিস্তিনির। আহত হয়েছেন প্রায় ৬০০ বাসিন্দা।

Comments are closed.