গাজাপন্থি বিক্ষোভকারীদের তোপের মুখে ব্লিঙ্কেন
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার চেষ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধোত্তর গাজার পুনর্গঠন ও শাসন পরিকল্পনার রূপরেখা তুলে ধরার সময় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন।
বিক্ষোভকারীরা তার বক্তৃকায় বাধা দিয়েছে। একজন বিক্ষোভকারী চিৎকার করে তাকে ‘গণহত্যামন্ত্রী’ (সেক্রেটারি অব জেনোসাইড) আখ্যা দেয়।
অন্যান্য বিক্ষোভকারীরা দাবি করেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে জড়িত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও।
ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংকট্যাংক আটলান্টিক কাউন্সিলে ব্লিনকেন বক্তব্য রাখার সময় গাজাপন্থি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন।
“ব্লাডি ব্লিঙ্কেন, আপনি চিরকাল ‘সেক্রেটারি অব জেনোসাইড’ হিসেবে পরিচিত থাকবেন। আপনার হাতে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত লেগে আছে,” অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার আগে চিৎকার করে বলেন এক বিক্ষোভকারী।
তবে বিক্ষোভের মুখে পড়ার পরও শান্ত ছিলেন ব্লিঙ্কেন। তিনি বলেন, “আমি আপনাদের মতামতকে সম্মান করি। দয়া করে আমাকে কথা বলার সুযোগ দিন।”
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ এনে বিক্ষোভকারীরা তিনবার ব্লিঙ্কেনের বক্তব্যে বাধা দেয়। একজন বিক্ষোভকারী ব্লিনকেনকে ‘যুদ্ধ দানব’ আখ্যা দেন।

বক্তব্যে ব্লিনকেন ইসরায়েল সমালোচনাও করেন। পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার রাশ টেনে ধরতে যথেষ্ট ব্যবস্থা না নেওয়া, ফিলিস্তিন কর্তৃপক্ষকে কর রাজস্ব না দেওয়া এবং গাজায় পশ্চিম তীরের নেতৃত্বে ভবিষ্যৎ কোনও গুরুত্বপূর্ণ ভূমিকার বিরোধিতা করার জন্য ইসরায়েলের সমালোচনা করেন তিনি।
ব্লিঙ্কেন এও বলেন, তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে চাপ দিয়েছেন এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা সীমান্তে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনেরও বেশি জনকে জিম্মি করার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

Comments are closed.