গরুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু

গরুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ব্রাজিলিয়ান ফুটবলারের। আন্তোনি ইলানো নামের ওই তরুণ ফুটবলার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

ইলানোর বাইক রাস্তায় একটি গরুর সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার ভোররাতে ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। ২০ বছর বয়সী ইলানো খেলতেন পিয়াউই এস্পোর্তে ক্লাবে। এ বছর দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে তিনি অবদান রেখেছেন।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিআর-৩৪৩ মহাসড়কের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া গরুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে ইলানোর বাইকের। সড়ক দুর্ঘটনায় ইলানোর মৃত্যুকে স্থানীয় পুলিশ অস্বাভাবিক ও অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেছে।

You might also like

Comments are closed.