গভীর সংকটে নেপালের রাজনীতি, পদ নেই ওলির!

রাজনৈতিক সংকট আরো গভীরের পথে নেপালের। দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি আগেই সরকার ভেঙে দিয়েছেন। এবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (সিপিএন)-র নিয়ন্ত্রণ ব্যর্থতার দায়ে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে।

সিপিএন ওলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেওয়ার ইঙ্গুত দিয়েছে। মঙ্গলবার ওলিকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর কথা জানিয়েছেন সিপিএন মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ। ওলির জায়গায় আনা হয়েছে মাধব কুমারকে।

শ্রেষ্ঠ বলেন, ‘দলের সেন্ট্রাল কমিটিতে ৪৪৬ জন সদস্যের মধ্যে ৩১৫ জনই মাধবের পক্ষে ভোট দিয়েছেন।

বেশ কয়েক দিন আগে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন ওলি। তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।

এদিকে ওলির পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এই অভিযোগ তুলে ইতিমধ্যেই নেপালের সুপ্রিম কোর্টে ১২টি মামলা দায়ের হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.