গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নীলফামারীর ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ দলটির শতাধিক নেতাকর্মী।
রেজাউল করিম অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায়, অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও কমিটি-বাণিজ্যে আমরা অতিষ্ঠ। এই অবস্থায় দলীয় আদর্শ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্মিলিতভাবে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় গঠনতন্ত্র না মেনে কেন্দ্র ও জেলা পর্যায়ে যেভাবে নেতৃত্ব বণ্টন ও কমিটি গঠন করা হচ্ছে, তাতে তৃণমূল পর্যায়ের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না।

Comments are closed.