খোলা চুলে মেকআপহীন সুনেরাহ, ছড়াচ্ছেন মুগ্ধতা

বেশ কিছুদিন আগেই একটি নাটকের শুটিং চলাকালীন পায়ে আঘাত পান সুনেরাহ বিনতে কামাল। তার বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে পায়ে প্লাস্টার করতে হয় তার। সেসময় চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিলেও পায়ে ব্যন্ডেজ নিয়েই নাটকের শুটিং শেষ করেন অভিনেত্রী।
অবশেষে টানা ব্যস্ততার পর বাড়িতে খানিক অবসর সময় কাটানোর সুযোগ পেয়েছেন সুনেরাহ। সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে বাড়িতে সময় কাটানোয় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।খোলা চুলে, মেকআপহীন সুনেরাহ যেন মুগ্ধতা ছড়িয়ে গেছেন। তার ছবিগুলো দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরাও।

ছবিগুলোতে অভিনেত্রীর চেহারায় চোখের নিচের কালো দাগ স্পষ্ট থাকলেও অভিনেত্রী জানালেন, টানা কর্মব্যস্ততার কারণেই চোখের নিচের এই কালো দাগ ফুটে উঠেছে।May be an image of 1 person and smilingবলতে চাইলেন, ‘ক্লান্তি থাকলেও নিজেকে লুকোনো নয়, বরং সেটিই প্রকাশ করা একধরনের শক্তি।’

কিছু দিন আগেই এক ফেসবুক পোস্টে সুনেরাহ বলেছেন, ‘বেশ কিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিগদের কিছু ছবি নিয়ে তাদের কে ট্রল করা হচ্ছে। অ্যাক্টরসদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? এখানে সবাই মানুষ, টায়ার্ড হলে ডার্ক সার্কেল বুঝা যাবে, রোদ এ পুড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক।

অভিনেত্রীর ভাষ্যে, ‘অ্যাক্টরসদেরকে জাজ করা উচিত তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে, সিঙ্গারসদেরকে সিংগিং ক্যাপাবিলিটি নিয়ে। আর মানুষের চেহারা জাজ করার রাইট এন্ড মাথা ব্যথা কারোরই থাকার কথা না। মানুষদের ফ্লস তাদের বিউটি। মানুষ তো, এআই না।’
You might also like

Comments are closed.