খোলা চুলে মেকআপহীন সুনেরাহ, ছড়াচ্ছেন মুগ্ধতা
বলতে চাইলেন, ‘ক্লান্তি থাকলেও নিজেকে লুকোনো নয়, বরং সেটিই প্রকাশ করা একধরনের শক্তি।’
কিছু দিন আগেই এক ফেসবুক পোস্টে সুনেরাহ বলেছেন, ‘বেশ কিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিগদের কিছু ছবি নিয়ে তাদের কে ট্রল করা হচ্ছে। অ্যাক্টরসদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? এখানে সবাই মানুষ, টায়ার্ড হলে ডার্ক সার্কেল বুঝা যাবে, রোদ এ পুড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক।’

Comments are closed.