খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত রাজনের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন রায় জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে খিলগাঁও সিপাইবাগ ভূইয়াপাড়ার ঘটনাস্থলে যায়, নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের পানি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, গলায় দাগ ও চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এস আই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments are closed.