খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভুঁইয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মো. সাইদুল বাশার সীমান্ত (২৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর কমার্স কলেজের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা ।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত সীমান্ত মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামের মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগের ভুঁইয়া পাড়ায় থাকতেন।

নিহত সীমান্তের মা তাহেরা খাতুন জানান, গতরাতে পারিবারিক কলহের জেরে সীমান্ত কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখি সীমান্ত সিলিং ফ্যানের সঙ্গে তার পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. পরিদর্শক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

You might also like

Comments are closed.