খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান

নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

আইনজীবী মেজবাহ বলেন, গত ২৭ এপ্রিল শফিক রেহমানের পক্ষে আদালতে খালাস চেয়ে শুনানি করা হয়। এরপরে বিচারক খালাসের আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া।

You might also like

Comments are closed.