ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে
ফুটবল বিশ্বে জমে উঠেছে উত্তেজনার নতুন রূপ। উত্তেজনাপূর্ণ শেষ ষোলোর ম্যাচ শেষে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। যেখানে জায়গা করে নিয়েছে বিশ্বের আটটি সেরা ক্লাব।
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট, যার পর্দা নামবে ১৪ জুলাই। সেদিনই নির্ধারিত হবে কে জিতবে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট।
শেষ আটে জায়গা করে নেওয়া ক্লাবগুলো হলো—ইংলিশ জায়ান্ট চেলসি, স্প্যানিশ রাজা রিয়াল মাদ্রিদ, ফরাসি পরাশক্তি পিএসজি, জার্মান দুই শক্তিধর বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড, ব্রাজিলের দুই ঐতিহ্যবাহী ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্স এবং সৌদি আরবের প্রতিনিধি আল হিলাল।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল – ৫ জুলাই, রাত ১টা
পালমেইরাস বনাম চেলসি – ৫ জুলাই, সকাল ৭টা
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – ৫ জুলাই, রাত ১০টা
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড – ৬ জুলাই, রাত ২টা
সেমিফাইনালের লড়াই শুরু হবে আগামী ৯ জুলাই থেকে।

Comments are closed.