ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে যারা এগিয়ে

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ এখন প্রায় শেষপ্রান্তে। ৩২ দলের এই প্রতিযোগিতায় টিকে আছে মাত্র চার দল। আর সপ্তাহখানেক পরই জানা যাবে কার হাতে উঠছে ২০২৫ সালের শিরোপা।

শিরোপা লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে সেরা গোলদাতার প্রতিযোগিতাও। গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল শেষে চারজন ফুটবলার সমান ৪টি করে গোল নিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে।রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো ও বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি।

তবে এই তালিকায় গার্সিয়াই এখন সবচেয়ে এগিয়ে। কারণ, অন্য তিনজনের দল ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ফলে সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালে আরও গোল করে সবাইকে ছাড়িয়ে যেতে পারেন এই রিয়াল ফরোয়ার্ড।

গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে রয়েছেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতোও, তিনি এখন পর্যন্ত করেছেন ৩টি গোল। তার সামনে আরও দুটি ম্যাচ; সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে এবং জয় পেলে ফাইনাল। গোল সংখ্যা বাড়িয়ে গার্সিয়াকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তার।

এদিকে ২টি গোল করা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমির কাছেও এখনো সম্ভাবনা উন্মুক্ত। সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ফাইনালে উঠলে আরও একটি ম্যাচে গোল করার সুযোগ পাবেন তিনি।

সব মিলিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এখন তিন তারকা গার্সিয়া, নেতো ও হাকিমির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

You might also like

Comments are closed.