ক্রিকেট ইভেন্টে প্রথম সোনা জিতলো বাংলার বাঘিনীরা

পোখারায় এসএ গেমস ক্রিকেটে মেয়েদের ফাইনালে আজ শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ।

রুদ্ধশ্বাসের ম্যাচটির ফলাফল নির্ধারিত হয় একেবারে শেষ বলে। টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন নিগার সুলতানা। আর ফাহিমা ও সানজিদা করেন ১৫ রান করে। লঙ্কান বোলার থিমাসিনি ৮ রানে নেন ৪ উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৮৯ রানে আটকে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বল করা নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। আর সালমা ১২ রান দিয়ে নেন ১ উইকেট।

উল্লেখ্য এ আসরে ক্রিকেট ইভেন্টে দেশকে এবারই প্রথম সোনার পদক এনে দিলেন বাংলাদেশের মেয়েরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.