ক্যাডারভুক্ত হয়েছেন ৯৪ পরিবার পরিকল্পনা কর্মকর্তা

পরিবার পরিকল্পনা অধিদফতরের ৯৪ জন নন-ক্যাডার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ ২০২০ এবং দি বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ এর সংশোধনপূর্বক ৯ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটের আলোকে ওই ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে ভূতাপেক্ষভাবে ১৯৯৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

You might also like

Comments are closed.