ক্যাটরিনার সঙ্গে কাজে রাজি নন বড় তারকারা!

ক্যাটরিনাকে নিয়ে সুপার ওম্যানভিত্তিক একটি ছবি নির্মাণ করতে চলেছেন তরুণ পরিচালক আলী আব্বাস জাফর। তবে বিটাউনের কোনো বড় তারকা নারীপ্রধান ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে রাজি হচ্ছেন না। এ নিয়ে মহাবিপাকে পড়েছেন পরিচালক। তাহলে ক্যাটরিনার নায়ক কে হবেন? তা নিয়ে চলছে নানান জল্পনা–কল্পনা।

জানা গেছে, সাধারণ কোনো নায়ক দিয়েই কাজ চালানো হবে। কারণ, আগামী বছরই এই ছবির শুটিং শুরু আবু ধাবিতে। প্রসঙ্গত, নতুন এই ছবির জন্য লকডাউনের মধ্যে জোরদার প্রস্তুতি নিয়েছেন ক্যাটরিনা।

You might also like

Comments are closed.