কোরবানির পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

ঢাকায় কোরবানির পশুর সরবরাহ স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। জামালপুরের বিভিন্ন পশুর হাট থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য এ বিশেষ ট্রেন চালানো হবে ঈদের আগের দুই দিন, যাতে রাজধানীতে পশু সংকট না হয় এবং ব্যবসায়ীরা নিরাপদে ও সাশ্রয়ে পশু পরিবহন করতে পারেন।

এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত একটি অংশীজন সভায় তিনি বলেন, কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে সময়ানুযায়ী ও নিরাপদ সেবা নিশ্চিত করতে এ বছরও ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে।

ক্যাটল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

প্রতিটি ট্রেনে থাকবে ২৬টি কোচ (ব্রেকভ্যানসহ), যাতে করে বড় পরিসরে গবাদিপশু পরিবহন করা যাবে। ট্রেনগুলো পশুবাহী ট্রাকের চেয়ে সাশ্রয়ী, নিরাপদ এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করবে।

You might also like

Comments are closed.