কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

জায়গা নিশ্চিত ২০২৮ অলিম্পিকেও

নারী কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও একটা শিরোপার খুব কাছাকাছি চলে গেছে দলটা। মঙ্গলবার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যাদের বিপক্ষেই ২০২২ সালের ফাইনালে জিতেছিল ব্রাজিল।

এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচের ১১ মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গুতিয়েরেস। দুই মিনিট পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তা। চলতি আসরে বর্ষীয়ান এই তারকা এই প্রথম গোলের দেখা পেলেন। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ৬৫ মিনিটে গুতিয়েরেসের অসাধারণ ফ্রি কিকে ব্রাজিল আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের শেষদিকে যখন ৪ মিনিট বাকি, তখন বদলি খেলোয়াড় দুদিনিয়া দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।

এখন সবাই তাকিয়ে শনিবারের ফাইনালের দিকে, যেখানে আবারও সেই পুরনো লড়াই—ব্রাজিল বনাম কলম্বিয়া। সেখানে ব্রাজিলই কি শেষ হাসিটা হাসবে, নাকি কলম্বিয়া ২০২২ সালের প্রতিশোধ নেবে এবার, সে প্রশ্নের জবাব মিলবে আর দিন চারেক পর।

You might also like

Comments are closed.