কোনোমতে হার এড়াল বায়ার্ন
জার্মান বুন্দেসলিগায় কোনো রকমে হার এড়িয়েছে বায়ার্ন মিউনিখ। তলানির দল মেইনজ জিরো ফাইভের সাথে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মেইনজকে আতিথ্য দেয় বায়ার্ন।
এদিন ম্যাচে দাপুটে শুরুর পর ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। লেনার্ট কার্লের দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। চলতি মৌসুমে বুন্দেসলিগার ইতিহাসে ১৪ ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি করে নতুন মাইলফলক তৈরি করলো বায়ার্ন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে পতুলস্কির গোলে সমতায় ফেরে মেইনজ। ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে এবারের আসরে একটি মাত্র জয় পাওয়া দলটি এগিয়ে যায় ২-১ গোলে। তবে খেলার শেষদিকে সফল স্পটকিকের মাধ্যমে কোনো রকমে দলকে হারের মুখ থেকে ফিরিয়ে আনেন বায়ার্নের ইংলিশ স্টাইকার হ্যারি কেইন।
১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাভারিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা এগিয়ে রয়েছে ৯ পয়েন্ট।

Comments are closed, but trackbacks and pingbacks are open.