কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ২টি স্পট অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা করা হয়েছে।

অভিযানে মদিনা ইনসুলেটিং বোর্ড মিলে (কাগজ অনুযায়ী) অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তাদের ২টি আয়তাকার ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৯ হাজার ৪০০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

অপরদিকে আব্দুল হাই এন্টারপ্রাইজ নামক একটি তার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তাদের ২টি তাপাই ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১১ হাজার সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

অভিযান পরিচালনাকালে ২ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট পাইপ, ২টি ব্লোয়ার ও ২টি নিয়ন্ত্রণ বল ভালবের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ কারখানা সমূহের বিতরণ লাইনে স্থাপিত দুইটি ভালভ অপসারণ করে উৎস লাইনসমূহ কিল করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলায় সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.