কেন ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের হঠাৎ ঢাকা আগমন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। গত ২৮ মার্চ মাত্র ৮ ঘণ্টার ঝটিকা সফরে তিনি কেন ঢাকায় এলেন—জানতে চাইছিলেন সবাই। ঘটনার খুঁটিনাটি জানতে গিয়ে উঠে এসেছে মর্মস্পর্শী এক গল্প। অসুস্থ মাকে জরুরিভাবে অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রস্তুতি নিতেই তিনি ছুটে এসেছিলেন জন্মভূমিতে। কোনো লাগেজ ছাড়া, শুধু একটি ব্যাগ আর মায়ের মঙ্গলকামনা নিয়েই ঢাকায় পৌঁছান শাবনূর। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শাবনূর।

শাবনূরের মা গত ছয় মাস ধরে বাংলাদেশে ছিলেন। তবে গত এক মাসে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শাবনূর বলেন, “আম্মা নিউমোনিয়াসহ নানা সমস্যায় ভুগছিলেন। ঢাকার চিকিৎসকেরা বারবার টেস্ট করালেও সঠিক রোগ শনাক্ত করা যাচ্ছিল না। ২৮ মার্চ তার অবস্থা এতটাই খারাপ হয় যে তিনি কথা বলতে পারছিলেন না।” এ সময় মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শাবনূর।

অভিনেত্রী জানান, সেই রাতেই জরুরি ভিত্তিতে ফ্লাইটের টিকিট কিনে তিনি ঢাকার পথে রওনা হন। কোনো লাগেজ ছাড়াই যাত্রা করেন তিনি: “শুধু পাসপোর্ট আর একটি ব্যাগ নিয়ে এয়ারপোর্ট ছুটে যাই। পুরো যাত্রায় শুধু আম্মার জন্য দোয়া করেছি।” ঢাকায় পৌঁছে তিনি মাকে দ্রুত প্রস্তুত করেন।

স্থানীয় হাসপাতালে ভর্তি না করে সরাসরি অস্ট্রেলিয়ায় নেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শাবনূর বলেন, “এখানকার চিকিৎসকদের পরামর্শে আস্থা পাইনি। সময় কম থাকায় আম্মাকে সঙ্গে নিয়েই ফিরে যাই।”

অস্ট্রেলিয়ায় পৌঁছে মাকে হাসপাতালে ভর্তি করা হয়। শাবনূরের মতে, সেখানকার চিকিৎসকদের যথাযথ পরিচর্যায় তার মা এখন সম্পূর্ণ সুস্থ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.