কেন নিজের সিনেমা দেখেন না কোয়েল?

টালিউডের জনপ্রিয় নায়িকা, অথচ অফস্ক্রিনে যেন একদম সাদামাটা এক মানবী, তিনি হলেন কোয়েল মল্লিক। অনুরাগীরা যাকে আদর করে বলেন ‘টালিকুইন’, আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে তিনি বিনয় আর সরলতার প্রতীক। ফিল্মি পার্টি হোক বা মল্লিকবাড়ির দুর্গাপূজা, সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে অবাক করা বিষয় হলো, পর্দায় নিজের সিনেমা মুক্তি পেলেও দ্বিতীয়বার তা দেখা একেবারেই পছন্দ করেন না কোয়েল। কারণ? সেটাই হয়তো তার তারকাখ্যাতির সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে ব্যতিক্রমী দিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ছবি ‘স্বার্থপর’। ইতিমধ্যেই এই ছবি প্রশংসা পাচ্ছে নানা মহলে। সিনেপ্রেমীদের সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় বুঁদ ইন্ডাস্ট্রির লোকজনও। রাজ চক্রবর্তী থেকে কৌশিক গঙ্গোপাধ্য়ায়, দেব, জিৎ, নুসরত প্রায় সবাই স্বার্থপর ছবির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোয়েলকে। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত কোয়েল মল্লিকও।

এদিকে এর আগে এক পডকাস্টে এসে নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলেছিলেন কোয়েল। আর সেখানেই বলেছিলেন, কেন তিনি নিজের অভিনীত ছবি দেখতে চান না।

কোয়েল বলেন, ‘নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই আমার কেমন একটা মনে হয়। অনেকেই আছেন, যারা নিজের অভিনীত ছবি বারবার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়।’

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে নিজের ছবি বার বার দেখলে আমার মধ্য়ে আত্মসমালোচনা চলতে থাকে। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি’।

You might also like

Comments are closed.